Logo
Logo
×

রাজধানী

জাপান গার্ডেনে কুকুর বিড়ালের মৃত্যু, বাসিন্দাদের হেনস্তার প্রতিবাদে মানবন্ধন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম

জাপান গার্ডেনে কুকুর বিড়ালের মৃত্যু, বাসিন্দাদের হেনস্তার প্রতিবাদে মানবন্ধন

রাজধানীর আদাবরে জাপান গার্ডেন এলাকায় কুকুর-বিড়ালের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাসিন্দাদের আটকে হেনস্তার প্রতিবাদে মানবন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে ওই গার্ডেন সিটির মূল গেইটে মানবন্ধন করা হয়।

জানা যায়, গত ২২ নভেম্বর রাতে জাপান গার্ডেন সিটির ভেতর বেশ কয়েকটি কুকুর ও বিড়ালের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। এতে জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ নূর ভূইয়া ও দপ্তর সম্পাদক খন্দকার আরিফ রৌশন জমিরকে পরদিন রাতে বহিরাগত কয়েকজন মিলে আটকে রেখে হেনস্তা করে। 

এ ছাড়াও, কুকুর ও বিড়ালের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার (২৩ নভেম্বর) বহিরাগত প্রায় দুইশ লোক এসে জাপান গার্ডেনের মূল ফটক আটকে বিক্ষোভ করতে থাকেন। পাশাপাশি, জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক কল্যান সমিতি ও কয়েকজন বাসিন্দার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিভিন্ন অপ্রপ্রচার চালানো হচ্ছে বলে দাবি মানববন্ধনরত বাসিন্দাদের।

জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ নূর ভূইয়া জানান, জাপান গার্ডেনের ভেতর কয়েকটি কুকুরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বহিরাগত প্রায় দুইশ লোক এসে সমিতির সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদককে গত শুক্রবার (২২ নভেম্বর) আটকে রেখে হেনস্তা করা হয়। এ ঘটনায় আমাদের বাসিন্দা ও ফ্ল্যাট মালিকদের মধ্যে আতঙ্ক ও ভয় সৃষ্টি হয়েছে। আমাদের জাপান গার্ডেনে ভেতর বহিরাগত কুকুরগুলো নিয়ে এসে প্রতিদিন খাবার দেয়। আমাদের জাপান গার্ডেনের ভেতরে থাকা কুকুরগুলোর সঙ্গে বহিরাগত কুকুদের মারামারি হয়। এতে, আমাদের গার্ডেনের ভেতর থাকা কুকুর ও বহিরাগত কুকুদের মারামারির সময় অনেক বাসিন্দা ও শিশুরা আহত হয়। এগুলো নিয়ে আমাদের বাসিন্দারা সব সময় আতঙ্কে দিন পার করেন। 

জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যান সমিতির দপ্তর সম্পাদক খন্দকার আরিফ রৌশন জমির বলেন, জাপান গার্ডেনের ভেতর কয়েকটি কুকুরের মৃত্যুকে কেন্দ্র করে পুরোপুরি বিশৃঙ্খলা তৈরি হয়েছে। পেট লাভার পরিচয়ে বেশ কয়েকজন বহিরাগত এসে আমাদের কমিটির দায়িত্বপ্রাপ্ত কয়েকজনকে আটকে রেখে হেনস্তা করেছিল।

এ ছাড়াও আমাদের জাপান গার্ডেনের ভেতরে থাকা কুকুরগুলোর সঙ্গে বহিরাগত কুকুরদের মারামারিতে বেশ কয়েকজন শিশু ও বাসিন্দা আহত হয়েছে। কুকুরদের খাবার দেওয়ার নামে আমাদের জাপান গার্ডেনের ভেতর বহিরাগত কুকুর নিয়ে এসে খাবার দেওয়া হয়। এতে বহিরাগত কুকুরগুলো দেখে ভেতরে থাকা কুকুরগুলো হিংস্র হয়ে দুই গ্রুপ মারামারিতে লিপ্ত হয়ে শিশুসহ বাসিন্দারা কুকুরের কামড়ে আহত হয়। আমরা চাই, সিটি কর্পোরেশন হস্তক্ষেপ করে জাপান গার্ডেনের ভেতর থাকা হিংস্র কুকুরগুলো অপসারণ করবে। এছাড়াও জাপান গার্ডেনে যেসব কুকুর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। সেগুলোর সঠিক তদন্তের জন্য আমরা টিম গঠন করে সুষ্ঠ তদন্ত করছি। আমরা চাই, আমাদের অভ্যন্তরীণ সমস্যায় বহিরাগতরা ভেতরে প্রবেশ না করে আমাদের সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি না করুক। 

এছাড়াও মানববন্ধনে উপস্থিত বাসিন্দারা জাপান গার্ডেনের ভেতর সকল রকম বিশৃঙ্খলা দূরীকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম