মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ডেমরায় এলাকাবাসীর মানববন্ধন
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরায় আজাদ হোসেন নামে এক প্রবাসীর বিরুদ্ধে ডেমরা থানায় করা মিথ্যা অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বাঁশেরপুল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ ডিসেম্বর (মঙ্গলবার) বাঁশেরপুর আমিনবাগ এলাকার বাসিন্দা সুলতানা ইয়াসমিন আক্তার রুমি জমিজমা সংক্রান্ত বিষয় উল্লেখসহ ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে প্রবাসী আজাদের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মিথ্যা অভিযোগ করেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভসহ ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট বলে মানববন্ধনে জানান এলাকাবাসী।
তারা বলেন, অবিলম্বে প্রবাসী আজাদ হোসেনের বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ তদন্ত স্বরূপ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এলাকাবাসী। পাশাপাশি সুলতানা ইয়াসমিন আক্তার রুমিকে হয়নারিমূলক কর্মকাণ্ড বন্ধ করে আজাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা দেওয়ার অভিযোগ তুলে নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
অপরদিকে তদন্তসাপেক্ষে সুলতানা ইয়াসমিন আক্তার রুমির আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী আজাদ হোসেন বলেন, একটি কুচক্রী মহল সুলতানা ইয়াসমিনের মাধ্যমে আমার জায়গা দখলের পাঁয়তারা করছে; কিন্তু ওই কুচক্রী মহলের বিরুদ্ধে এলাকাবাসী আমাকে সহযোগিতা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে সুলতানা ইয়াসমিন মোবাইল ফোনে বলেন, মানববন্ধনে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা কথা বলা হয়েছে। গত ২০১২ সাল থেকে আমি আমিনবাগ এলাকায় আমার দুই মেয়ে নিয়ে বসতবাড়িতে বসবাস করছি। এত বছরে কোনো সমস্যা হয়নি। আজাদ গত ৫ আগস্টের পর হঠাৎ করে বিএনপির দলীয় শক্তির বলে আমাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। সবশেষে আমার বাড়ির গেটের সামনে আমার তিন ফুট জায়গার উপর সীমানা প্রাচীর নির্মাণ করেছে। আমি নারী বলে আমার সঙ্গে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
ডেমরা থানার নবনিযুক্ত ওসি মাহমুদুর রহমান বলেন, আমি থানায় যোগদানের পর ঘটনাটি জানতে পেরে তদন্ত শুরু করেছি। এদিকে আজাদ হোসেন সুলতানা ইয়াসমিনের বাড়ির সামনে একটি সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। এতে ওই নারী ও তার দুই মেয়ের বাসায় প্রবেশ করার পথ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় দুইপক্ষকে নিয়ে থানায় বসে প্রকৃত বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
