Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্ক মেতেছে প্রাণ উৎসবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১১:২৩ পিএম

যমুনা ফিউচার পার্ক মেতেছে প্রাণ উৎসবে

গানে গানে অন্যরকম এক সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের প্রাণ উৎসবে মেতেছেন হাজারো দর্শকশ্রোতা। মঙ্গলবার সন্ধ্যায় পার্কের ভেতরে খোলা স্থানে নির্মিত স্টেজে শিল্পী গাইছেন ব্যান্ড এলআরবির বিখ্যাত গান ‘চলো বদলে যাই’। স্টেজের সামনেই দর্শকরা গলা মিলিয়ে যাচ্ছেন সানন্দে। 

অন্যদিকে প্রাণ আরএফএলের বিভিন্ন স্টলে যমুনা ফিউচার পার্কে আগতদের অনেকেই বিভিন্ন পণ্য কিনছেন। সেখানে শিশু থেকে সব বয়সের জন্যই রয়েছে নানা পণ্য। 

প্রাণ আরএফএলের আয়োজনে যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে প্রাণ-এর উৎসব। ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে প্রাণ আরএফএলের বিভিন্ন পণ্য যমুনা ফিউচার পার্কে আগতরা সুলভমূল্যে কিনতে পারছেন। পাশাপাশি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থাকছে শিল্পীদের পরিবেশনায় গান। 

প্রাণ কমন স্টলে পাওয়া যাচ্ছে প্রাণের বিভিন্ন বেভারেজ, ডেইরি, বিস্কুট, ক্র্যাকার্স পণ্য। অন্যদিকে আরএফএলের স্টলে আছে দুরন্ত বাইসাইকেল। আছে টেস্টি ট্রিটের নানা মজাদার খাবারের স্টল।

মঙ্গলবার প্রাণ-এর উৎসবের সৌজন্যে ছিল ‘প্রাণ ফ্রুটো’। এদিনের আয়োজনের উদ্বাধন করেন যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. আলমগীর আলম।

যমুনা ফিউচার পার্কে প্রাণের এ উৎসব চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। 

যমুনা ফিউচার পার্ক উৎসব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম