Logo
Logo
×

রাজধানী

দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতার দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম

দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতার দাবি

ফাইল ছবি

দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ।

বুধবার বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় একপাশে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।  পরদিন বৃহস্পতিবার রাতেও তাদের অবস্থান করতে দেখা গেছে।

এ সময় ‘জান দেব, জুলাই দেব না’, ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’; ‘শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা’; ‘ল তে লাকী আক্তার, তুই হাসিনা তুই হাসিনা’; ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই’; ‘শাহবাগী/মবতন্ত্র/ সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘শহিদেরা দিচ্ছে ডাক, শাহবাগিতা নিপাত যাক’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘দিল্লি না ঢাকা’ ঢাকা ঢাকা’; ইত্যাদি স্লোগান দিতে থাকেন ছাত্র জনতা। 

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতা বলেন, শাহাবাগ ছিল আমাদের নেতা খাজা সলিমুল্লাহর পারিবারিক সম্পদ। এই শাহবাগেই জন্ম নেয় হিন্দুত্ববাদকে রুখে দেওয়া অল-ইন্ডিয়া মুসলিম লীগের। পরে খাজা সলিমুল্লাহ পূর্ব বাংলার মুসলমানদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে শাহবাগ (ঢাবির পুরো এলাকা) দান করে দেন।

শাহবাগ ইনকিলাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম