Logo
Logo
×

রাজধানী

পবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যুতে হাসপাতালে উত্তেজনা, সেনা মোতায়েন

Icon

যুগান্তর প্রতিবেদন, দক্ষিণাঞ্চল

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ এএম

পবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যুতে হাসপাতালে উত্তেজনা, সেনা মোতায়েন

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের গাফেলতির অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

সোমবার সন্ধ্যায় এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে। পরে রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানিতে ডুবে মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম মাইনুদ্দিন(আশিক)। তিনি পবিপ্রবির কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

নিহতের সহপাঠী রুম্মান ও তনয় বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরকারি জনতা কলেজের পুকুরে সাঁতার কাটতে নামেন মইনুদ্দিন (আশিক)। কিছুক্ষণ পর পানিতে তলিয়ে যান। এরপর তারা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের নিয়ে যান। অবস্থা গুরুতর হলে সেখান থেকে পটুয়াখালী মেডিকেল কলেজে রেফার করা হয়। পরে ৪টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজে এসে জরুরি বিভাগে ভর্তি করান তারা।

এসময় সহপাঠীরা অভিযোগ করে আরও বলেন, আইসিইউ বিভাগে বিনা চিকিৎসায় মাইনুদ্দিনকে (আশিক) এক ঘণ্টা ফেলে রাখা হয়। এর পর একজন ডাক্তার এসে তার চিকিৎসা শুরু করেন। ততক্ষণে ওই শিক্ষার্থী মৃত্যুর কোলে ঢলে পড়েন আশিক। 

তবে অনকলে দায়িত্বে থাকা চিকিৎসক শামীম আল আজাদ বলেন, খবর পেয়ে আমি দ্রুত হাসপাতালে চলে এসেছি। কিন্তু দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় রোগীর অবস্থা গুরুতর হয়। তিনি এসে রোগী জীবিত পাননি। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না। 

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম