Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে যানজট এড়াতে গাড়ি পার্কিংয়ের যে নির্দেশনা দিল ডিএমপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৮:১৬ এএম

রাজধানীতে যানজট এড়াতে গাড়ি পার্কিংয়ের যে নির্দেশনা দিল ডিএমপি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে সকাল ১০টায় দেশে প্রত্যাবর্তন করবেন। খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে বিমানবন্দর হতে নিজ বাসভবন গুলশানে যাবেন। 

এজন্য গুলশান বনানী এলাকায় তাকে অভ্যর্থনা জানানোর নিমিত্তে অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সাংবাদিক ও আগত অভ্যর্থনাকারীগণের গাড়ি পার্কিং করার জন্য নিম্নবর্ণিত নির্দেশনাবলী দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নির্দেশনাগুলো হলো—

১। এ উপলক্ষ্যে এয়ারপোর্টে আগত সকল সাংবাদিকের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিং-এ রাখার জন্য অনুরোধ করা হলো।

২। এয়ারপোর্টে আগত অভ্যর্থনাকারীগণের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজ এর খালি জায়গায় পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

৩। গুলশানে আগত সকল সাংবাদিকের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশে পাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

৪। গুলশানে আগত অভ্যর্থনাকারীগণের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশে পাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হলো।

৫। উল্লেখিত নির্ধারিত জায়গা ব্যতিত মহাসড়ক বা অন্য কোনো জায়গায় গাড়ি পার্কিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

৬। গমনাগমন রুটে কোনো যানবাহন পার্কিং না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

৭। মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

ডিএমপি খালেদা জিয়া যানজট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম