আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে শাহবাগে গরু জবাই, মিষ্টিমুখ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:২৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় রাজধানীর শাহবাগে একটি গরু ও একটি ছাগল জবাই করা হয়েছে। গরুর গায়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম এবং ছাগলের গায়ে লেখা ছিল ওবায়দুল কাদেরের নাম। এসময় উল্লসিত ছাত্র-জনতার মাঝে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়।
সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে প্রাইভেট ইউনিভার্সিটি
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এসব কর্মসূচি পালন করে। ‘শুকরিয়া’ জানাতে এই ভূরিভোজে অংশ নেন আপামর জনসাধারণ।
এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে গরু-ছাগল
জবাইয়ের বিষয়ে সাধারণ মানুষের বিভিন্নজন নানা মন্তব্য করেছেন। বেলাল বিন সাঈদ বলেন,
এখান থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত। মানুষের রাগ আর ক্ষোভ থেকে বেঁচে দেশের
জন্য কাজ করুক।
এ বিষয়ে ইকবাল মাহমুদ বলেন, এখনো দেখা যায় নিষিদ্ধ
দলের লোক আছে ফেসবুকে।
এর আগে ১০ মে রাতে অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার
ও লেখক পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দে জিয়াফত
হবে শাহবাগে। এরপর সোমবার দুপুরে আরেক পোস্টে তিনি জানান, আজকের আয়োজনে সবার দাওয়াত।
খাওয়া-দাওয়া হবে ভরপুর।
এ আনন্দ শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে হয়েছে।
নিজের গোয়ালের গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন নেত্রকোনার ইসলামি বক্তা
রফিকুল ইসলাম মাদানী। রোববার বিকালে জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে স্থানীয়
মারকাজুল সাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার সামনে গরু জবাই করে বিরিয়ানি রান্নার ব্যবস্থা
করেন তিনি।
