Logo
Logo
×

রাজধানী

ব্যবসায়ী থেকে অগ্রিম টাকা নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১০:৪৫ পিএম

ব্যবসায়ী থেকে অগ্রিম টাকা নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

‎রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে দোকান বেদখল করে দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়কের বিরুদ্ধে। 

ভূক্তভোগীর অভিযোগ, টাকা নেওয়ার পর দোকান বেদখল করে দেওয়ার কথা বলে দীর্ঘদিন যাবৎ ওই ব্যবসায়ীকে ঘোরানো হয়েছে। পরে ওই ব্যবসায়ী টাকা ফেরত চাওয়ায় উল্টা ব্যবসায়ীকে মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিসহ গালমন্দ করা হয়।

‎‎এ ঘটনার অভিযুক্তরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহবায়ক সাইফুল ইসলাম রাব্বি ও যুগ্ম সদস্য সচিব তানভী সিয়াম।

‎এ ঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, মোহাম্মদপুর টাউন হল কাঠপট্টি এলাকায় আমার একটা দোকান আছে। আমার ওই দোকানটি আওয়ামী লীগের এক নেতা জোর করে দখল করে রেখেছে। আমার দোকান উদ্ধার করে দিবে বলে সমন্বয়ক পরিচয়ে রাব্বি ও সিয়াম নামে দুইজন আমার কাছে আসে। তখন তারা এসে সারজিসসহ ছাত্রনেতাদের বেশ কয়েকজনের সঙ্গে তাদর ছবি দেখায় এবং আমাকে বলে, মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার সাহেবকে বললে এখন এসে কাজ করে দিয়ে যাবে। 

তিনি বলেন, ওই সময় তারা কথার এক পর্যায়ে জানায়, ১ লাখ টাকা দিলে আমার দখল হওয়া দোকান তারা উদ্ধার করে দিবে। দরকষাকষির এক পর্যায়ে তাদের সঙ্গে ৫০ হাজার টাকা দরদাম হয়। গত ২৭ এপ্রিল সিয়াম ও রাব্বি কাজ করে দিবে বলে আমার কাছ থেকে অগ্রিম ৫ হাজার টাকা নিয়ে যায়। কাজ আজকে কালকে করে দিব-দিচ্ছি এমন করে নানা তালবাহানা করতে থাকে। তাদের ফোন দিলেই বলে, ওসির সঙ্গে পোগ্রামে আছি, আওয়ামী বিরোধী পোগ্রামে আছি। এমন নানান কথা বলে আমাকে ঘুরাতে থাকে। এক পর্যায়ে আমি তাদের কাছে টাকা ফেরত চাইলে আমাকে উল্টা হুমকি দিয়ে গালাগালি করে। আমি বিষয়টি আমার আশপাশে কাউকে জানালে আমার ক্ষতি করবে বলে হুমকি দিয়ে যায়। তাদের টাকা দেওয়ার সময় আমার সঙ্গে স্বাক্ষী হিসেবে যে ব্যক্তি ছিলো, তাকেও তারা এসে হুমকি দিয়ে গালাগালি করে গেছে।

‎‎দোকান দখল করে দেওয়ার নামে ব্যবসায়ী থেকে টাকা আদায়ের বিষয়ে তানভী সিয়াম প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে বলেন, ‘টাকা নেওয়ার ঘটনায় আমি একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছি। আমি জাস্ট বিকাশ, নগদ, রকেটের মতো কাজ করেছি। আঙ্কেল আমাকে টাকা দিয়েছে আমি সেই টাকা রাব্বির হাতে পৌঁছে দিয়েছি। এ সময় আঙ্কেলকে বলে দিয়েছি, আপনি সকল লেনদেন সরাসরি তার সঙ্গে কথা বলে নেন। এছাড়া আমি আর কিছুই বলতে পারি না।’

তবে, এ ঘটনা প্রথমে অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহবায়ক সাইফুল ইসলাম রাব্বি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। 

পরবর্তীতে টাকা লেনদেনের মধ্যস্থতাকারী তানভী সিয়ামের সঙ্গে কথা বলে আবারও প্রতিবেদককে কল দিয়ে জানান, এ ঘটনায় ওই ব্যবসায়ী থেকে সিয়াম টাকা নিয়েছে। তবে কতো টাকা নিয়েছে এবং কতো টাকা তার সঙ্গে চুক্তি হয়েছে তা তিনি জানেন না।

টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম