Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৯:০৩ পিএম

মোহাম্মদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র  নিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা সশস্ত্র মহড়া দিয়েছে। এ সময় আশপাশের বেশ কয়েকটি দোকানে হামলা চালিয়ে গণছিনতাইয়ের ঘটনা ঘটে। 

এ ঘটনার পর মঙ্গলবার রাতে রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত ৯ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ টি চাপাতি, ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

‎গ্রেফতার হওয়া কিশোর গ্যাং এর সদস্যরা- রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং গ্রুপ ‘লও ঠেলা’ গ্রুপের সদস্য।

‎তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিকাল ৩টায় মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার মেকাপ খান রোড ও বোর্ড গাড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎‎পুলিশ সূত্র জানায়, মোহাম্মদপুর রায়ের বাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড এবং প্রেমতলা গলিতে লও ঠেলা গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র হাতে নিয়ে এলাকায় মহড়া দেয়। এসময় তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে। 

কিশোর গ্যাং গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম