Logo
Logo
×

রাজধানী

ভোলা-বরিশাল সেতুর কাজ দ্রুত শুরুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৮:১৫ পিএম

ভোলা-বরিশাল সেতুর কাজ দ্রুত শুরুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার গ্যাস ভোলায় রাখা এবং ভোলায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নিমার্ণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকাস্থ ভোলাবাসী মোহাম্মদপুর জোন।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত এ সমাবেশে সঞ্চালনা করেন আগামীর ভোলার অন্যতম সংগঠক অ্যাডভোকেট এমরান হোসেন।

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও আগামীর ভোলার মুখপাত্র মীর মোহাম্মদ জসিম, আফতাবনগর প্রেস ক্লাবের সভাপতি বাবলু পন্ডিত। 

উপস্থিত ছিলেন- আগামীর ভোলার অন্যতম সংগঠক দৈনিক যুগান্তর পত্রিকার ক্রীড়া প্রতিবেদক আল-মামুন, ফরিদ উদ্দিন ফরহাদ, ওমর ফারুক, মো. লিটন, মো. আজগর, জামাল উদ্দিন সিকদার, শহীদুল ইসলাম বিশ্বাস, হাসান সিকদার, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাসুম কবির, আহসান উল্ল্যাহ শহীদ, মো. আল আমিন, মো. মামুন, মহিউদ্দিন মহিন, আব্দুল মান্নান, সেলিম আহমেদ, নাসির উদ্দিন বিশ্বাস, মো. বশির উল্যাহ বশির, জেএইচ সাদ্দাম, মো. মিজান, আব্দুর রাজ্জাক, আজাদ খান প্রমুখ।

আগামীর ভোলার মুখপাত্র মীর জসিম বলেন, সরকার দাবি পূরণে ৭ দিন সময় নিয়েছে। আমরা আশা করি আগামী ৭ দিনের মধ্যেই সরকার তার কথা রাখবে। দাবি পূরণ করা না হলে ভোলার সব জনগণ ঢাকায় এসে রাজধানী অচল করার হুঁশিয়ারি দেওয়া হয়।

ভোলা-বরিশাল সেতু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম