Logo
Logo
×

রাজধানী

কদমতলীতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৩৮ পিএম

কদমতলীতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীর কদমতলী থানার সুফিয়া হাসপাতালের পাশে একটি বাসায় সুমন মিয়া (২৫) নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২০ মে) বিকাল ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সুমন মিয়ার বোন রেবা বেগম জানান, তার ভাই মান্ডা এলাকায় থাকতেন। সোমবার রাতে তিনি পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় আসেন। মঙ্গলবার দুপুরের দিকে সবার অগোচরে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা টের পেরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেবা জানান, সুমন মোবাইলে জুয়া খেলায় আসক্ত ছিলেন। পরিবারের ধারণা, এ আসক্তির কারণেই তিনি আত্মহননের পথ বেছে নিতে পারেন। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক হিসেবে পাইলিংয়ের কাজ করতেন। এক বছর আগে তিনি বিয়ে করেন। তার বাবার নাম ইব্রাহিম মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কদমতলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

কদমতলী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম