Logo
Logo
×

রাজধানী

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ

দগ্ধ আরেকজনের মৃত্যু, বাকি দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ০১:৩৩ পিএম

দগ্ধ আরেকজনের মৃত্যু, বাকি দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক

ফাইল ছবি

রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। এছাড়া দগ্ধ আরও দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফাজ্জল হোসেন (৪৫)। এর আগে গত রোববার বিকালে মৃত তোফাজ্জলের চার বছর বয়সি মেয়ে তানজিলা ও রাতে স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫) মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

নিহত তোফাজ্জলের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামে। পরিবার নিয়ে রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশে একটি তিনতলা ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন তিনি।

গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গ্যাস লিকেজ থেকে রান্নাঘরে বিস্ফোরণ ঘটে। এতে তোফাজ্জল, তার স্ত্রী ও তিন মেয়ে দগ্ধ হন। ওই রাতেই তাদের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

ডা. শাওন বলেন, ‘তোফাজ্জল হোসেনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। আজ সকালে তিনি মারা যান। এর আগে তার শিশু কন্যা তানজিলা ও স্ত্রী মঞ্জুরা বেগম মারা যান।’

এ চিকিৎসক আরও বলেন, ‘বর্তমানে তোফাজ্জলের দুই মেয়ে মিথিলা (৭) ও তানিশা (১১) যথাক্রমে ৬০ এবং ৩০ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

বাড্ডা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম