হাজারীবাগে মেলার নামে রাস্তা দখল ও চাঁদাবাজি, আটক ২
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৪:১২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হাজারীবাগের টালি অফিস রোডে ‘শনি মেলা’র নামে ফুটপাত দখল করে চাঁদা আদায়ের সময় দুজনকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন—মো. নাজিম দেওয়ান রনি (৪০) এবং মো. ইকবাল হোসেন (৪২)। তারা দুজনই হাজারীবাগ এলাকার স্থায়ী বাসিন্দা এবং ‘শনি মেলা’র নামে চাঁদা আদায়ে সক্রিয় ছিলেন।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ৩০ হাজার ২২৭ টাকা নগদ জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘শনি মেলা’র নামে হাজারীবাগ টালি অফিস রোডের ঢালে এবং পাশে একটি খালি মাঠে প্রতি সপ্তাহে শনিবার শত শত দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। মেলায় প্রায় ৩০০টিরও বেশি দোকান বসানো হতো, যেখান থেকে দোকানপ্রতি নির্দিষ্ট হারে চাঁদা আদায় করা হতো। এসব কর্মকাণ্ডের কোনো বৈধ অনুমোদন ছিল না।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম ও ইকবাল দাবি করেন, তারা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে মেলা পরিচালনা করছেন। তবে যথাযথ কাগজপত্র দেখাতে বলা হলে তারা কোনো বৈধ অনুমোদনের প্রমাণ দিতে ব্যর্থ হন। পরবর্তীতে সেনাবাহিনী তাদেরকে হাজারীবাগ থানায় হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন যুগান্তরকে বলেন, দুজন আসামিকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, ‘শনি মেলা’র নামে দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা, যানজট এবং চাঁদাবাজির মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে স্থানীয় রাজনৈতিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি এ মেলার আড়ালে দোকান বসিয়ে নিয়মিত চাঁদা তুলে আসছেন। ফলে রাস্তা ও ফুটপাত দখল হওয়ায় এলাকাবাসী ও পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
