আহসান মঞ্জিলে তিন দিনের পরিচ্ছন্ন জাদুঘর ক্যাম্পেইন
পুরান ঢাকা প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১০:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইনোভেশন প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে আহসান মঞ্জিল জাদুঘরে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্বচ্ছ ও পরিচ্ছন্ন জাদুঘর ক্যাম্পেইন। ‘পরিচ্ছন্ন জাদুঘর, হোক আমাদের অঙ্গীকার’ এ স্লোগানে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শো-কেসিং পরিচালনার এ ক্যাম্পেইনটি ২৬ থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সোমবার জাদুঘরে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব সাদেকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আহসান মঞ্জিল জাদুঘরের কিপার সুলতান মাহমুদ ও উপ-কিপার দিবাকর সিকদার।
এদিন বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জনসচেতনতামূলক এ ক্যাম্পেনের সূচনা হয়। পরবর্তীতে জাদুঘর প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়।
এ সময় জাতীয় জাদুঘরের সচিব সাদেকুল ইসলাম আহসান মঞ্জিলের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। খুব দ্রুতই জনসাধারণের সুবিধার্থে আরও কয়েকটি ওয়াশরুম স্থাপনের নির্দেশনা দেন। এছাড়া গ্যালারি আরও আধুনিকায়ন, প্রয়োজনীয় স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করার বিষয়ে আস্বস্ত করেছেন।
ক্যাম্পেইনের বিষয়ে জানতে চাইলে আহসান মঞ্জিল জাদুঘরের কিপার সুলতান মাহমুদ জানান, জনসাধারণকে সচেতন করতেই মূলত আমাদের এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা আহসান মঞ্জিলে আসে তারা যেনো নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে। যাতে পরিবেশ নোংরা না করে সে লক্ষ্যেই আমরা সবাকে সচেতন করবো।
সার্বিক বিষয়ে আহসান মঞ্জিল জাদুঘরে উপকীপার দিবাকর সিকদার বলেন, আহসান মঞ্জিলে পূর্বে যেসব ডাস্টবিন ছিলো সেগুলোর অধিকাংশই নষ্ট হয়ে পড়ে রয়েছে। আমরা নতুন করে বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেছি। পর্যায়ক্রমে আমরা জাদুঘরের বিভিন্ন স্থানে ২৫টি ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা করেছি। এছাড়া সবাই যেনো জাদুঘরের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।
ক্যাম্পেইনটি পরিচালনা করছে আহসান মঞ্জিলের কর্মকর্তা কর্মচারীসহ বিডি ক্লিনের ভলেন্টিয়াররা। ক্যাম্পেইন চলাকালীন বিডি ক্লিনের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হবে।
