একই ছাদের নিচে একাধিক ব্র্যান্ড
যমুনা ফিউচার পার্কে ‘ফ্রিজের মেলা’ শুরু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঈদুল আজহা উপলক্ষ্যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে ‘ফ্রিজের মেলা’ শুরু হয়েছে। শপিংমলের আয়োজনে এবং বিকাশের সহযোগিতায় মেলায় হোম অ্যাপ্লায়েন্সের অন্যান্য পণ্যও প্রদর্শন করা হচ্ছে।
বৃহস্পতিবার মলের ওয়েস্ট কোর্টের লোয়ার গ্রাউন্ডে শুরু হওয়া এই মেলা ৬ জুন পর্যন্ত চলবে। বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলার উদ্বোধন করেন যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. আলমগীর আলম।
উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পরিচালক (মার্কেটিং) সেলিম উল্লাহ্ সেলিম, যমুনা ফিউচার পার্কের জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড মার্কেটিং) পার্থ প্রতিম হালদার, বিকাশের মার্চেন্ট পেমেন্টস, কমার্শিয়াল ডিভিশনের জেনারেল ম্যানেজার মোল্লা আবুল বাসারসহ যমুনা গ্র“প ও শপিংমলের অন্য কর্মকর্তারা।
একই ছাদের নিচে একাধিক ব্র্যান্ড পেয়ে খুশি ক্রেতা। মেলায় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডগুলো রয়েছে। যার মধ্যে আছে যমুনা ইলেকট্রনিক্স, হোলসেল ইলেকট্রনিক্স, র্যাংগস, এলজি, কেলভিনেটর, ওয়ারলপুল, ইলেকট্রোলাক্স, স্মার্ট, শার্প, ভিশন, প্যানাসনিক, স্যামসাং, তোশিবা, হিটাচি, হাইসেন্স, হায়ারসহ দেশি-বিদেশি নানা ব্র্যান্ড। পাশাপাশি মেলায় মিলছে সেরা ফিচারসমৃদ্ধ ফ্রিজের এক্সক্লুসিভ কালেকশন। তাছাড়া মেলা উপলক্ষ্যে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়। রাখা হয়েছে তাৎক্ষণিক গিফট ভাউচার। বিকাশ লেনদেনে আছে ক্যাশব্যাক অফার।
মেলায় অংশ নেওয়া দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক্সের স্টলের দায়িত্বে থাকা প্লাজা ম্যানেজার নাহিদ হোসেন বলেন, ফ্রিজের পাশাপাশি আমরা এসি ও টেলিভিশন ক্রেতাদের জন্য প্রদর্শন করছি। ঈদ ও মেলা উপলক্ষ্যে ক্রেতাসাধারণের জন্য সর্বোচ্চ ৩০ শতাংশ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিদেশ ট্যুরের আয়োজন রয়েছে। আছে পণ্য কিনলেই তাৎক্ষণিক নিশ্চিত পুরস্কারের ব্যবস্থা। তিনি জানান, যমুনার সব ধরনের ফ্রিজের মধ্যে ডাবল ডোর ও ফোর ডোর ফ্রিজও রাখা হয়েছে।
সনি স্মার্ট স্টলের দায়িত্বে থাকা ব্র্যান্ড ইনচার্জ রফিকুল হাসান বলেন, সব ধরনের ফ্রিজের পাশাপাশি টেলিভিশন, এয়ারকুলার, ওয়াশিং মেশিনসহ অন্যান্য অনেক পণ্য প্রদর্শন করছি। একাধিক পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ মূল্যছাড়ের ব্যবস্থা আছে। পাশাপাশি মেলা উপলক্ষ্যে আরও ২-৩ শতাংশ মূল্যছাড়ের সঙ্গে আকর্ষণীয় গিফট থাকবে।
মেলা উদ্বোধনকালে যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. আলমগীর আলম বলেন, ঈদের সময় হোম অ্যাপ্লায়েন্স কেনার ট্রেন্ডকে মাথায় রেখে আমরা আয়োজন করেছি এই ‘ফ্রিজের মেলা’। বৈচিত্র্যপূর্ণ ব্র্যান্ড, সেরা ফিচার ও দারুণ সব অফার ক্রেতাদের একটি ভিন্নধর্মী শপিং অভিজ্ঞতা দেবে।
