Logo
Logo
×

রাজধানী

চতুর্থ দিনের মতো চিকিৎসাসেবা বন্ধ চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০১:২৩ পিএম

চতুর্থ দিনের মতো চিকিৎসাসেবা বন্ধ চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে

টানা চতুর্থ দিনের মতো চিকিৎসাসেবা বন্ধ রয়েছে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। অচলাবস্থার কারণে চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে ফিরে যেতে হচ্ছে। 

শনিবার সকালে হাসপাতালে গিয়ে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালে এখনো রয়েছে পিনপতন নীরবতা। বন্ধ রয়েছে হাসপাতালটির প্রধান দুটি গেট। ভেতরে কিছু পুলিশ সদস্য অলস বসে রয়েছেন। সকাল থেকে অনেকেই হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসলেও তারা ফিরে যাচ্ছেন। 

চোখের সমস্যা নিয়ে আসা এক রোগী জানান, হাসপাতালে সেবা বন্ধ এটা না জেনেই এসেছেন। টাকা কম থাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসি। তবে এভাবে চললে আমরা চিকিৎসা কীভাবে নেব।

গত বুধবার নিরাপত্তার দাবিতে হাসপাতালটির চিকিৎসক নার্স কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচিতে হামলা করে জুলাই গণআন্দোলনের আহত যোদ্ধারা। এতে চিকিৎসকসহ ১৫ স্টাফ আহত হন। আতঙ্কে হাসপাতাল ছাড়েন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

সূত্রে জানা গেছে, হাসপাতালে বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা ভর্তি। আত্মহত্যার চেষ্টা করা চারজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং এক সিএমএইচে চিকিৎসাধীন। এ ছাড়া প্রায় ১৫০ জন সাধারণ রোগী ছিলেন, যারা নিরাপত্তার অভাবে হাসপাতাল ছেড়ে গেছেন।

প্রসঙ্গত, হাসপাতালটিতে প্রতিদিন গড়ে দেড় হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম