লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের দায়িত্বে হাসান মাহমুদ ও সাইফুল ইসলাম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৯:২২ পিএম
আবুল হাসান মাহমুদ ও সাইফুল ইসলাম সুমন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অধীনে পরিচালিত লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের ২০২৫-২০২৬ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার
রাজধানীর গুলশান লিংক রোডের নাভানা এইচআর টাওয়ারে ক্লাবের চার্টার্ড মেম্বার এবং জেনারেল
সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
এতে সভাপতি
পদে দৈনিক যুগান্তরের ম্যানেজার (সার্কুলেশন) লায়ন আবুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক
পদে এজি অটোমোবাইলস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (আফটারসেলস) লায়ন সাইফুল ইসলাম সুমন
নির্বাচিত হয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ
পদে আল মোদিনা ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস প্রোপ্রাইটর লায়ন এনামুল হক
মাসুম নির্বাচিত হয়েছেন।
এদিকে নির্বাচন উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন
করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপারসন
(প্রজেক্ট অ্যান্ড ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর) লায়ন নজরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বর্তমান ক্লাব সভাপতি লায়ন মিল্লাত
হোসেন মিল্টন, ক্লাব সেক্রেটারি লায়ন কামাল পাটোয়ারী ও ক্লাব ট্রেজারার
লায়ন মোহাম্মদ সফিকুল্লাহ।
