Logo
Logo
×

রাজধানী

পাওনা টাকা চেয়ে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৪:১৮ এএম

পাওনা টাকা চেয়ে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুলাভাইয়ের হাতে শ্যালক ইয়াছিন (৩০) খুন হয়েছেন। রোববার (১ জুন) রাতে কাজলা স্বপ্ন মার্কেটের পাশে ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাওনা ১০ হাজার টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে আল আমিন (৩২) নামের একজন ইয়াছিনকে কুপিয়ে হত্যা করে। ঘটনার রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিহত ইয়াছিন চাঁদপুর সদর উপজেলার বাগাদি গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারসহ থাকতেন।

নিহতের স্ত্রী শারমিন বলেন, ‘আমার স্বামী তার খালাতো বোনের বর আল আমিনের কাছে ১০ হাজার টাকা পেত। রোববার রাতে টাকা চাইতে গেলে হোটেলের সামনে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আল আমিন হোটেল থেকে বটি এনে আমার স্বামীকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, ‘নিহত ইয়াছিন আগে কাজলায় একটি হোটেল চালাতেন। ৩-৪ মাস আগে সেই হোটেল আল আমিনের কাছে বিক্রি করে দেন। এরপরও আল আমিনের কাছে ১০ হাজার টাকা পাওনা ছিল। বারবার বলার পরও টাকা না দেওয়ায় রোববার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন হোটেল থেকে বটি নিয়ে এসে ইয়াছিনকে কুপিয়ে ফেলে। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। আল আমিনকে আমরা রাতেই আটক করেছি।’


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম