Logo
Logo
×

রাজধানী

শহীদ জিয়ার শাহাদতবার্ষিকীতে রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৬:২২ পিএম

শহীদ জিয়ার শাহাদতবার্ষিকীতে রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ

রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ। ছবি: যুগান্তর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছে জেড আর এফ (জিয়াউর রহমান ফাউন্ডেশন)। 

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর পশ্চিম ধানমন্ডি সড়কে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেডআরএফের উপদেষ্টা ব্যারিস্টার নাসির আহমেদ অসীম। 

তিনি বলেন, শহীদ জিয়া শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার আদর্শ ও জনকল্যাণমুখী চিন্তাধারাই আজকের এ মানবিক উদ্যোগের অনুপ্রেরণা।

তিনি বলেন, রিকশাচালকদের মতো শ্রমজীবী মানুষেরা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে সমাজের চাকা সচল রাখছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

বিশেষ অতিথি ছিলেন জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। 

তিনি বলেন, শহীদ জিয়ার দর্শন ছিল জনকল্যাণ ও আত্মনির্ভরশীলতা। আমরা সেই দর্শন বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা বিএনপির নেতাসহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা।  কর্মসূচিতে শতাধিক রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়, যা বর্ষা মৌসুমে তাদের কাজে সহায়ক হবে।

এ মানবিক উদ্যোগে রিকশাচালকদের অনেকে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, এমন সহযোগিতা তাদের কাজের পরিবেশকে কিছুটা হলেও সহজ করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম