‘ঈদ বাজার’ আয়োজনে ক্রেতার ভিড়
উৎসব আনন্দে যমুনা ফিউচার পার্কে উচ্ছ্বাস
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় ক্রেতাদের উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে। পণ্যের মান এবং উন্নত সেবা আকৃষ্ট করছে ক্রেতাদের। বিশাল আয়তনের শপিংমলে ক্রেতাদের চলাফেরায় কোনো অসুবিধা হচ্ছে না। বিশেষ করে যাদের গাড়ি আছে, তারা গাড়ি পার্কিং করে সুন্দরভাবে কেনাকাটা করতে পারছেন। শেষ সময়ে ক্রেতা-বিক্রেতা ব্যস্ত সময় পার করছেন। সব মিলে কেনাকাটায় এখন সরগরম যমুনা ফিউচার পার্ক। মঙ্গলবার শপিংমল ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
এদিকে শীতাতপ নিয়ন্ত্রিত এ শপিংমলে ভিড় থাকলেও ঈদ কেনাকাটায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। ভোগান্তি ছাড়াই কিনছেন পছন্দের পণ্য। এদিন সকাল থেকেই শপিংমলে আসতে থাকেন ক্রেতারা। বিকাল নাগাদ লোকে লোকারণ্য হয়ে যায়। বিকালে অনেকে শপিংমলের ফুডকোর্টে খাওয়া-দাওয়া, আড্ডা জমিয়ে আবার কেনাকাটায় মেতে ওঠেন। সন্ধ্যার পর ফের ঢল নামে আস্থার শপিংমলে। মধ্যরাত পর্যন্ত চলে কেনাকাটা। এ সময় যমুনা ফিউচার পার্কের মেট্রো ফ্যাশন, দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুর, টপটেন, ইনফিনিটি, কে-ক্র্যাফট, অঞ্জন’স, আড়ং, জিন্স অ্যান্ড কোম্পানি, টুয়েলভ, রেড, জেন্টল পার্ক, প্লাস পয়েন্ট, কান্ট্রি বয়, রেঞ্জ, সিক্স লাইফ স্টাইল, লা রিভ, আর্টিসানসহ পোশাকের ব্র্যান্ড ও শপগুলোতে প্রচুর ক্রেতা সমাগম দেখা যায়।
শপিংমল কর্তৃপক্ষ জানায়, ঈদের কেনাকাটার সেরা গন্তব্য হিসাবে যমুনা ফিউচার পার্কে ১৫শর বেশি দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড নিয়ে এবারের ‘ঈদ বাজার’ উৎসব সাজানো হয়েছে। যেখানে থাকছে ঐতিহ্যবাহী পোশাক, ডিজাইনার কালেকশন, ইলেকট্রনিক্স, এক্সেসরিজ, জুতা, পারফিউম, হোম ডেকরসহ আরও অনেক কিছু। ফ্যাশন, লাইফস্টাইল এবং টেক ক্যাটাগরিতে থাকছে বিশেষ ঈদছাড়, এক্সক্লুসিভ লঞ্চ এবং আকর্ষণীয় বান্ডেল অফার। এছাড়া বিকাশ, নগদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংক কার্ডে থাকছে বিশেষ ক্যাশব্যাক ও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার। যা ঈদের কেনাকাটাকে করবে আরও সাশ্রয়, আনন্দদায়ক।
এছাড়া ঈদুল আজহা উপলক্ষ্যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে চলছে ‘ফ্রিজের মেলা’। মলের ওয়েস্ট কোর্টের লোয়ার গ্রাউন্ডে শুরু এই মেলা চলবে ৬ জুন পর্যন্ত।
মেলায় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে যমুনা ইলেকট্রনিক্স, হোলসেল ইলেকট্রনিক্স, র্যাংগস, এলজি, কেলভিনেটর, ওয়ার্লপুল, ইলেক্ট্রোলাক্স, স্মার্ট, শার্প, ভিশন, প্যানাসনিক, স্যামসাং, তোশিবা, হিটাচি, হাইসেন্স, হায়ারসহ দেশি-বিদেশি নানা পণ্য।পাশাপাশি মিলছে সেরা ফিচারসমৃদ্ধ ফ্রিজের এক্সক্লুসিভ কালেকশন। তাছাড়া মেলা উপলক্ষ্যে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়। রাখা হয়েছে তাৎক্ষণিক গিফট ভাউচার। সঙ্গে বিকাশ লেনদেনে রাখা হয়েছে ক্যাশব্যাক অফার। শপিংমলে গুলশান-১ থেকে আসা হাবিবা বলেন, উৎসব আয়োজনে কেনাকাটা করতে যমুনা ফিউচার পার্ক শ্রেষ্ঠ। এখানে দেশি-বিদেশি সব ব্র্যান্ড তাদের হাল ফ্যাশনের পোশাক, জুতা, কসমেটিক্স ও সব ধরনের নিত্যব্যবহার্য আসল পণ্য পাওয়া যায়। মানও ভালো।
যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. আলমগীর আলম বলেন, যমুনা ফিউচার পার্কে ক্রেতারা দেশি-বিদেশি সব ব্র্যান্ড একই ছাতার নিচে পাচ্ছেন। এখানে ব্যবসায়ীরা স্বচ্ছন্দে, সুনামের সঙ্গে ব্যবসা করছেন। ক্রেতারা ভালোমানের পণ্য পাচ্ছেন। এজন্যই সবার পছন্দের শীর্ষে যমুনা ফিউচার পার্ক। এছাড়া ক্রেতাদের কথা চিন্তা করে এবার ‘ঈদ বাজার’ ও ফ্রিজের মেলার আয়োজন করা হয়েছে। তাই সবাইকে দক্ষিণ এশিয়ার এ সর্ববৃহৎ শপিংমলে এসে ঈদ কেনাকাটা করতে স্বাগত জানাচ্ছি।
