বেতন-বোনাসের দাবিতে ডার্ড গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান-অনশন কর্মসূচি পালন করেছে ডার্ড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা। বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকরা জানান, ডার্ড গ্রুপের পাঁচটি কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে চুক্তিভঙ্গ করেছে। চুক্তি ভঙ্গের দায়ে ওই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সকল শ্রমিক কর্মচারীদের যাবতীয় পাওনা পরিশোধ করতে হবে।
তারা বলেন, ১৯ মাস ধরে শ্রমিকরা বেতন বোনাসের দাবিতে আন্দোলন করছেন। বারবার সরকারের উপদেষ্টা ও সংশ্লিষ্টরা আশ্বাস দিলেও শ্রমিকরা বকেয়া বেতন পাননি। তাই ঈদের আগেই শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার দাবি জানাচ্ছি।
কর্মসূচিতে বক্তৃতা করেন বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সিকদার, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি দেলোয়ার হোসেন সরকার প্রমুখ।
