Logo
Logo
×

রাজধানী

ডিএনসিসি প্রশাসক

বর্জ্য অপসারণে ১০ হাজার কর্মী কাজ করবে

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১১:৩৭ এএম

বর্জ্য অপসারণে ১০ হাজার কর্মী কাজ করবে

ছবি : যুগান্তর

কুরবানির ঈদে দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণে প্রায় ১০ হাজার কর্মী টানা তিনদিন নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। বৃহস্পতিবার সকালে সাভারের আমিন বাজার বর্জ্য ব্যবস্থাপনা ও ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মোহম্মদ এজাজ বলেন, ইতোমধ্যে কুরবানির পশুর বর্জ্য অপসারণের সব প্রস্তুতি শেষ হয়েছে। ঈদে রাজধানী ও আশেপাশের এলাকায় প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হবে। সেই বর্জ্য দ্রুততার সঙ্গে অপসারণ করার জন্য সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এ সময় প্রায় ১০ হাজার কর্মী ঈদের দিন থেকে তিন দিনব্যাপী কর্মযজ্ঞে নিয়োজিত থাকবেন।

তিনি আরও বলেন, এবারের ঈদে বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪ ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ ও ২৪ পে লোডার নিয়োজিত থাকবে। বর্জ্য অপসারণে সঠিক ব্যবস্থাপনার জন্য ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, দুই হাজার ৫০০ বস্তা ব্লিচিং পাউডার ও ৪০০ ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।

মোহাম্মদ এজাজ বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিংয়ের জন্য ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথমে কুরবানির বর্জ্য সংগ্রহ করে এসটিএসে আনা হবে। সেখান থেকে থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে ডাম্প করা হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম