রাজধানীতে কুরবানি দিতে গিয়ে আহত ৭৭, ঢামেকে ভর্তি ৩
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৪:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি দিতে সময় রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, শিশু এবং মৌসুমি কসাইসহ ৭৭ জন আহত হয়েছেন। তারা গরুর লাথি, শিংয়ের গুঁতো ও ধারাল অস্ত্রের আঘাতে আহত হন বলে জানা গেছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এসব আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে গুরুতর ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি তিনজন হলেন—কামাল হোসেন (৬০), আনোয়ার হোসেন (৫৫) এবং জমিলা বেগম (৪০)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
আহতদের বেশিরভাগই আনাড়ি কসাই বা কুরবানিতে সহায়তা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। কারও কারও হাতে বা পায়ে ধারালো অস্ত্রের আঘাত, কারও পেটে বা বুকে শিংয়ের গুঁতো, আবার কেউ গরুর হঠাৎ লাথিতে পড়ে গিয়ে আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন—আলমগীর (৫০), চান মিয়া (৪০), হাসান (৩০), মো. কাশেম (৩৫), মো. আক্কাস (৩৫), আবুল শেখ (৫৫), আউয়াল (৫০), আসাদ (৩৫), ইকবাল (৪৪), আবুল হাশেম (৫৮), শাহাদাত (২৫), রাতুল (২৫), জহির রায়হান (৩০), আব্দুর রহিম (২৮), জব্বার (২২), আলমগীর (৩২), জামাল আব্দুল্লাহ (৫১), জাকির মিয়া (২৬), ইমন (২২), শামীম (৩২), জিহাদ (২৪), সোলেমান (৪০), শামসুন্নাহার বেগম (৪০), আয়েশা আক্তার লুবনা (২০), মাজহারুল ইসলাম (৪০), ইয়াসিন আলী (৩০), সৌরভ (৩৩), ওয়াদুদ (২৭), আবুল কাশেম (৩০), নজরুল ইসলাম (৪২), আখতার হোসেন (৩২), অনিকা বেগম (৩৪), হেনা আক্তার (০৪), নুরজামাল (২৮), আলামিন (৩৫), দিল মোহাম্মদ (৩২), জীবন (২৮), বিপ্লব (৪০), মনির হোসেন (৫০), মো. আল আমিন (৩২), ওহিদ মিয়া (৫০), সজল (৩২), মোকসেদ মিয়া (৬২), ইমান আলী (৪২), মিজান মিয়া (৫০), জালাল উদ্দিন (৫০), পলাশ (৩১), রাজু (৩০), আমিন (৬৮), জনি (৩০), ওমর ফারুক (২৫), জাকির শেখ (৬০), শেখ মাহমুদ (৬০), আমির হোসেন (২৮), রানা (২৩), আব্বাস মিয়া (০৭), মো. সবুজ (২৪), সাইফুল ইসলাম (৩৭), মোহাম্মদ শাহিন (৩৫), ফরহাদ (৪৩), মিন্টু মিয়া (৪২), মোহাম্মদ সানি (২৯), হিরো মোল্লা (৪৫), মো. শহিদুল (৫২), মো. রুবেল (২৮), মো. শাকিব (২৫), রনি মিয়া (৩০), ফারুক মিয়া (৪৭), রেহানা পারভীন (৩০), আনসার উদ্দিন (৫০), ইসমাইল মিয়া (২৫), সাইফুল ইসলাম (৪০) এবং এনামুল হক (২৫)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের গুঁতো, লাথি এবং ধারালো অস্ত্রের আঘাতে নারী ও শিশুসহ মোট ৭৭ জন আহত হয়ে জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
তিনি আরও জানান, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
