Logo
Logo
×

রাজধানী

খিলক্ষেতে আহত যুবকের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১০:২১ এএম

খিলক্ষেতে আহত যুবকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে আহত যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ২৭ বছর। তার পরনে ছিল সাদা গেঞ্জি ও চেক লুঙ্গি।

খিলক্ষেত থানার এসআই ফজলে বলেন, রোববার সকাল ৮টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে কুরাটলী মসজিদের পাশ থেকে শরীরে হাতে ও পেটে আঘাতপ্রাপ্ত রক্তাক্ত আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 

সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাত দেখে হত্যাকাণ্ড মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম