Logo
Logo
×

রাজধানী

নিয়মিত অ্যালকোহল খেত তরী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১০:৫৯ এএম

নিয়মিত অ্যালকোহল খেত তরী

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদের (তরী) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ। এর আগে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

তরী নিয়মিত অ্যালকোহল খেত বলে জানিয়েছেন তার মা।

পরিবারের বরাতে পুলিশ সূত্র জানায়, সাফিনা আহমেদ চ‍্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব‍্যাংকে কর্মরত ছিলেন। বোন ও মায়ের সঙ্গে তিনি রাজধানীর ইস্কাটনে থাকতেন।

হাতিরঝিল থানার ওসি মো. রাজু যুগান্তরকে বলেন, তরীর মা জানিয়েছেন- তার মেয়ে নিয়মিত অ্যালকোহল খেত। ধারণা করা হচ্ছে অ্যালকোহল পানে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুগদা হাসপাতাল থেকে ঢামেকে পাঠানো হয়েছে।

জানা গেছে, তরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি চ‍্যানেল২৪- এর সংবাদ উপস্থাপক ছিলেন। সর্বশেষ আরটিভিতে চাকরি করেছেন। মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। পরিবার নিয়ে রাজধানীর ইস্কাটনে বসবাস করছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম