Logo
Logo
×

রাজধানী

ঢামেকে কয়েদির মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:২৮ পিএম

ঢামেকে কয়েদির মৃত্যু

ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হোসেন আলী মোড়ল (৬৫) নামের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

কারা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হোসেন আলী মোড়ল। এরপর কারারক্ষীরা দ্রুত তাকে ঢামেকে নিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. আরমান বলেন, ‘বিকেলে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাকে ঢামেকে নিয়ে আসি। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তিনি আর বেঁচে নেই।’

হোসেন আলী মোড়ল কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে আটক ছিলেন। তার কয়েদি নম্বর ৭০৯/১। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নবাব আলী মোড়ল। তবে তিনি কোন মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি ছিলেন, সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি কারারক্ষী আরমান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।’

ময়নাতদন্ত শেষে মরদেহ হোসেন আলীর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পরিদর্শক ফারুক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম