৩০০ ফিটে চেকপোস্ট, ১৪ মামলায় সাড়ে ৪৪ হাজার টাকা জরিমানা

খিলক্ষেত (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:৩৮ পিএম
-684860a51293b.jpg)
বাংলাদেশ সেনাবাহিনী অভিযান। ছবি: যুগান্তর
নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ঈদুল আজহা পরবর্তী সময়ে আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে পূর্বাচল আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সমু মার্কেট এলাকায় (পূর্বাচলের ৩০০ ফিট) একটি চেকপোস্ট স্থাপন করে। মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যৌথ অভিযানে ৪০০ গাড়ি চেক করা হয়। এ সময় ১৪টি মামলায় ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা এবং সর্বমোট ৫টি গাড়ি জব্দ করা হয়। আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।