উত্তরার বিএনএস সেন্টার সংলগ্ন সড়কে আর্মি ক্যাম্প ও ট্রাফিক পুলিশের চেকপোস্ট স্থাপন

উওরা পূর্ব থানা প্রতিনিধি ঢাকা :
প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৪:০৮ এএম
-6848acf0b6bfd.jpg)
বর্তমান প্রেক্ষাপটে জনসাধারণের জান-মাল, সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার ১০ জুন ২০২৫ তারিখ সকাল ১০টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প এবং ট্রাফিক পুলিশ যৌথভাবে ঈদ-পরবর্তী ফিরতি যাত্রায় যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স ও হেলমেটবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি এবং অবৈধ লাইসেন্স সংক্রান্ত অভিযোগ মোকাবেলায় একটি চেকপোস্ট স্থাপন করে।
এই যৌথ অভিযান ১০ জুন রাত ১০ ঘটিকা হতে ১১টা ৩০ পর্যন্ত উত্তরার বিএনএস সেন্টার সংলগ্ন ঢাকা বর্হিগমন সড়কে পরিচালিত হয়। অভিযানে সর্বমোট ১১টি মামলা করা হয় এবং ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনিয়ম ও অপরাধ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।