Logo
Logo
×

রাজধানী

মারধর করে চাঁদা দাবি

রাজধানীর মিরপুরে মবের শিকার সাবেক ওসি

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০২:৩০ এএম

রাজধানীর মিরপুরে মবের শিকার সাবেক ওসি

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে বাজার করতে গিয়ে মবের শিকার হয়েছেন সাবেক এক ওসি (থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা)। 

বৃহস্পতিবার বেলা ১১ টায় মিরপুর ৬ নম্বর কাঁচা বাজারে ফ্যামিলির জন্য বাজার করতে গেলে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী পরিচয়ে ১০-১২ জন মব সৃষ্টি করে ওই সাবেক ওসিকে আটকে রেখে মারধর করে। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

ওই ওসির নাম মাসুদুর রহমান। তিনি রাজবাড়ি জেলার কালুখানি থানা ও রাজবাড়ি সদরের সাবেক ওসি ছিলেন। বর্তমানে পিবিআই ফরিদপুরে কর্মরত। ২০১৭ সালের আগে তিনি মিরপুরের বিভিন্ন থানায় এস আই হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও ঘটনার কয়েক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ৬ নম্বর কাঁচা বাজারে পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমানকে বাজার করতে দেখে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও রাজিব তাদের ১০-১২ সহযোগীকে খবর দেয়। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও রাজিবের সহযোগীরা বাজারে এসে তাকে (মাসুদুর রহমান) ঘিরে ফেলে। 

এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এক পর্যায়ে এই পুলিশ কর্মকর্তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে চাঁদা দাবি করে হামলাকারীরা। পুলিশ ঘটনাস্থলে এসে মাসুদুর রহমানকে উদ্ধার করে স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মীকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, মিরপুর ৬ নম্বর কাঁচাবাজার থেকে এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে, আর মামলা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম