Logo
Logo
×

রাজধানী

ধানমন্ডিতে বিদ্যুতায়িত হয়ে প্রাইভেটকার চালকের মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:২৮ পিএম

ধানমন্ডিতে বিদ্যুতায়িত হয়ে প্রাইভেটকার চালকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকার ওয়াশ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. রফিজ ইসলাম (২৫) নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ১৯-এর রোড ১০/এ, বাসা নম্বর ২২৭/৩/এ-তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিজ ভোলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি ধানমন্ডির ওই বাসায় (অব.) মেজর ফজলুল রহমানের প্রাইভেট কার চালকের দায়িত্বে ছিলেন এবং সেখানেই বসবাস করতেন।

ঘটনার পর অচেতন অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আলামিন জানান, ‘রফিজ ভাই সকালে বাসার নিচে প্রাইভেটকার ওয়াশ করছিলেন। মোটরের সুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িত হন। তখনই তিনি অচেতন হয়ে পড়ে যান। আমরা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু ডাক্তার জানান, তিনি আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম