বিদেশ যাওয়া কেন্দ্র করে বাবার ছুরিকাঘাতে ছেলে খুন
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০২:১১ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হাজারীবাগে বিদেশ যাওয়াকে কেন্দ্র করে বাবার ছুরিকাঘাতে বাহারুল ইসলাম রাসেল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত রাসেলের পরিবারের দাবি, তার মা শাহনাজ বেগম জর্ডান প্রবাসী এবং কিছুদিনের মধ্যেই রাসেলকে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে রাসেলের বাবা জুয়েল রানা তাকে ছুরিকাঘাত করেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাসেলের মামা হুমায়ুন জানান, ‘আমার বোন শাহনাজ বেগম জর্ডানে থাকেন। পরিকল্পনা ছিল, রাসেলকেও কিছুদিনের মধ্যে সেখানে নিয়ে যাওয়া হবে। এজন্য তার পাসপোর্টও তৈরি করা হয়। এ খবর শুনে ক্ষিপ্ত হয়ে জুয়েল রানা দুদিন আগে মোবাইলে আমার বোনকে তালাক দেন। এরপর আরও রেগে গিয়ে শনিবার রাতে হাজারীবাগের ঝাউচর আমলা টাওয়ারের বাসায় এসে ছেলেকে বুকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাত করার সময় সে বলতে থাকে— ‘তোর মা আমাকে না নিয়ে তোকে জর্ডানে নিয়ে যাবে, যা তোকে একবারেই পাঠিয়ে দিলাম।’ এরপর সে পালিয়ে যায়।’
রাসেলের মামা ও অন্যান্য স্বজনরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
হাজারীবাগ থানার ডিউটি অফিসার এসআই মো. আক্তার হোসেন যুগান্তরকে জানান, ‘এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। আমাদের পক্ষ থেকে ঢাকা মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
