কুড়িল বিশ্বরোডে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৪:৫৬ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড যাত্রী ছাউনির সামনে ফুটপাতে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পথচারীরা। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর।
শনিবার রাত ১১টার দিকে পথচারীরা তাকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রমজান জানান, ‘রাতে বাসায় ফেরার পথে কুড়িল বিশ্বরোড যাত্রী ছাউনির সামনে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই খিলক্ষেত থানা পুলিশ এবং সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
