Logo
Logo
×

রাজধানী

নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:০৮ পিএম

নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘কর্মজীবী নারী হোস্টেল’ থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে হোস্টেলের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার হয়।

নিউমার্কেট থানার ইন্সপেক্টর তদন্ত হাফিজুল ইসলাম বলেন, নিউমার্কেট এলাকায় সরকারি কর্মজীবী নারী হোস্টেলে থাকতেন রিয়া আক্তার। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ওই নারী ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

তিনি বলেন, ওই নারী ঠিক কী কারণে আÍহত্যা করেছেন প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। তবে আমরা তার পরিবারের লোকজনদের খবর দিয়েছি। তাদের সঙ্গে কথা বললে আÍহত্যার কারণ বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ঢাকার দোহার এলাকায় অগ্রণী ব্যাংকে চাকরি করতেন। তিনি কর্মজীবী নারী হোস্টেলেই থাকতেন। তিনি বিবাহিত। তার বাড়ি বরিশাল সদর উপজেলার পলাশপুর গ্রামে। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন খন্দকার।

 


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম