Logo
Logo
×

রাজধানী

সন্ধান মিলছে না মাদ্রাসা শিক্ষার্থী লাবিবের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৯:৪৫ পিএম

সন্ধান মিলছে না মাদ্রাসা শিক্ষার্থী লাবিবের

রাজধানীর যাত্রাবাসীর বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন ফারহান লাবিব (১৪) নামের এক শিক্ষার্থী। শিশুটির পরিবার জানায়, মঙ্গলবার (১৭ জুন) দুপুর দুইটার সময় মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় তাদের সন্তান। কিন্তু মাদ্রাসা থেকে জানানো হয় সেখানে যায়নি। আবার বাসায়ও ফিরে আসেনি। 

এরপর থেকে ওই শিক্ষার্থীর কোনো হদিস মিলছে না। নিখোঁজ হাফেজ ফারহান লাবিব স্থানীয় জামিয়া বাইতুন নুর, উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদ্রাসার তাইসি জামায়াত (বা শাখা)-এর ছাত্র।  একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। 

এরই মধ্যে সন্ধান চেয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৪৫২) করেছে শিশুটির পরিবার । জানানো হয়, বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো ধূসর রঙ্গের পাঞ্জাবী। 

নিখোঁজ লাবিবের বাবা মো. মেহেদী হাসান একজন সেনা কর্মকর্তা।  তার গ্রামের বাড়ি- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আখরজানি গ্রামে। শিশুটির সন্ধান পেলে- যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম