|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনব্যাপী ওই অভিযান চালানো হয়।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।
মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। তাদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় চারজন, ওয়ারেন্টভুক্ত চারজন, মাদক মামলায় সাতজন, খুনের মামলায় একজন, ডিএমপির মামলায় দুইজন আসামি রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
শ্যামপুর ঢাকা প্রতিনিধি জানান, রাজধানীর শ্যামপুর এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৫৬ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, তামান্না আক্তার ও ফরিদা বেগম। বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে তামান্নাকে গ্রেফতার করা হয়। একই দিন সকাল সোয়া ৯টার দিকে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় মোড় থেকে ফরিদাকে গ্রেফতার করা হয়। শ্যামপুর থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।
