Logo
Logo
×

রাজধানী

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা-মোবাইল ছিনতাই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১১:৫৪ পিএম

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা-মোবাইল ছিনতাই

রাজধানীর হাতিরঝিলের বাগিচারটেকে মাদকসেবীদের ছুরিকাঘাতে আল মামুন (৩৫) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় তারা ব্যবসায়ীর কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

শুক্রবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মামুন মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাকের কান্দি গ্রামের মো. আলীর ছেলে। তিনি বাগিচারটেকে ভাড়া বাসায় থাকেন।

মামুনের ভাই আলামিন জানান, তার ভাই রিকশায় বাসায় ফিরছিলেন। বাগিচারটেকে কয়েকজন মাদকসেবী তার পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, রক্তাক্ত অবস্থায় মামুনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম