Logo
Logo
×

রাজধানী

কামরাঙ্গীরচরে যুবককে কুপিয়ে হত্যা

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১১:০৯ এএম

কামরাঙ্গীরচরে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর কামরাঙ্গীরচরে মো. রকি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৩ জুন) দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্টদের দাবি, প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে।

রোববার রাত সাড়ে ১২টার দিকে কামরাঙ্গীরচরের মাতবর বাজার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রকি কামরাঙ্গীরচরের এসহাক মেম্বার গলির বাসিন্দা আমান মিয়ার ছেলে।

রকিকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রুবেল জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় পলাশ মেম্বারের সঙ্গে রকির বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পলাশ মেম্বার ধারালো অস্ত্র দিয়ে রকির বাম বুকে আঘাত করেন। এতে রকি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম