প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে তিনজন যুবক খুন হয়েছেন। রোববার রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত পল্লবী, খিলগাঁও ও কামরাঙ্গীরচর এলাকায় এসব ঘটনা ঘটেছে। খুন হওয়া তিন যুবক হলেন মো. সাগর (২২), মো. রিফাত (২২) ও মো. রকি (৩১)।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, রাজধানীর খিলগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে মারধরে আহত হয়ে মো. সাগর (২২) নামে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, সাগরের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা অবগত রয়েছেন।
এছাড়া রোববার দিবাগত রাত ১২টার দিকে কামরাঙ্গীরচর এলাকায় মো. রকি (৩১) নামে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক মো. মুসা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
কামরাঙ্গীচর মেম্বর গলিতে রকিদের নিজের বাসা রয়েছে। সে তেমন কোনো কর্ম করত না। কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকার স্থায়ী বাসিন্দা আমানের ছেলে রকি।
রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকায় নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু মো. রিফাত (২২) খুন হয়েছেন। তিনি জান্নাত একাডেমি নামে স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পল্লবী থানাধীন মিরপুর ১১ ডিইউ ব্লক এলাকায় ঘটনাটি ঘটে। রিফাতকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটা দিকে তার মৃত্যু হয়। মিরপুর ১১ নম্বর সেকশনের ডি ব্লকের বেনারশী পল্লী এলাকার মো. শাহিন এর ছেলে রিফাত।
