মেট্রোরেলের দুটি স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া বুধবার
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানী ঢাকায় মেট্রোরেলের দুটি স্টেশনে (উত্তরা সেন্টার ও বিজয় সরণি) অগ্নিনির্বাপণ মহড়া চালাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার ডিএমটিসিএলের প্রশাসক একেএম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বুধবার বেলা সাড়ে ১১টায় উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনে এবং বিকাল ৩টায় বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে একটি প্রশিক্ষণমূলক অগ্নিনির্বাপণ মহড়াও অনুষ্ঠিত হবে।
