প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান পরিবার
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুতাফাররেকা শ্রেণির নিখোঁজ ছাত্র বেলাল হোসেনের সন্ধান পেতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ এ দাবি জানানো হয়।
নিখোঁজ বেলালের বড় ভাই মো. সুমন মিয়া লিখিত বক্তৃতায় বলেন, আমার ছোট ভাই বেলাল হোসেনকে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে আমরা খুঁজে পাচ্ছি না। বহু চেষ্টার পর ২৬ আগস্ট আমার মোবাইলে একটি অজ্ঞাত নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে বেলাল লিখেছিল : ‘আমার শরীর বেশি ভালো না, মরে যাব।’
তখনই আমরা নিশ্চিত হই যে, আমার ভাই অপহৃত হয়েছে। এরপর ২৮ আগস্ট মেসেজ পাঠায় এবং সে মেসেজ তার শিক্ষককে জানাতে নিষেধ করে। মাদ্রাসা কর্তৃপক্ষ একজন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ হওয়া সত্ত্বেও কোনো উদ্যোগ নেয়নি।
সুমন মিয়া বলেন, ১৫ অক্টোবর আমার বাবা মো. আমির হোসেন বাদী হয়ে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত র্যাব-৭ কে ৩০ দিনের মধ্যে ভিকটিমের অবস্থান শনাক্ত ও উদ্ধারে পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
র্যাব-৭ এর সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, অভিযানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। আমরা সেই অনুমতিপত্র সংগ্রহ করি। এরপর প্রথম দিকে র্যাব কিছু সম্ভাবনার কথা বললেও পরে তারাও অপারগতা প্রকাশ করে। মাদ্রাসা, থানা, র্যাব-সবার সঙ্গে যোগাযোগ করে ফল না পাওয়ায় আমরা আজ সংবাদ সম্মেলনে বাধ্য হয়েছি।
তিনি বলেন, ভাইকে মাদ্রাসায় ভর্তি করে আমরা কি কোনো অপরাধ করেছি? এজন্য আমার মা, বাবা, পরিবার, আত্মীয়স্বজন দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই।
