Logo
Logo
×

রাজধানী

সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ৬ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:৫০ এএম

সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ৬ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

ছবি : সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে আটকের সময় মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় ৬ স্বেচ্ছাসেবক দল নেতাকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. সজিব হাসান বাদী হয়ে পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-৩৭/৩৬৯।

মামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হক ঢালী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সভাপতি শেখ ফরিদ, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মো. হানিফ, মো. কাইয়ুম, দুলাল, সেলিমসহ অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামী করা হয়েছে। এদের মধ্যে মো. হানিফকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এদিকে মামলা সূত্রে জানা যায়, ঘটনার রাতে উল্লেখিত আসামীরা সাবেক নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে বাসার ২য় তলা থেকে নামিয়ে মেইন গেইটের সামনে গলায় জুতার মালা দিয়ে হেনস্তা করেন।

পুলিশ এমন দৃশ্য দেখার পর সিইসি নুরুল হুদাকে হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে মামলা থাকায় ডিএমপি শেরেবাংলা নগর থানায় মামলা থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে পৌঁছে দেয়া হয়।

মামলার অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, আসামীরা মুক্তিযোদ্ধা, প্রাক্তন সচিব ও বাংলাদেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বাসায় বেআইনি জনতাবদ্ধ, অনধিকার প্রবেশ করে তাকে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে সম্মান হানি করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পেনালকোড ১৪৩/৪৪৮/৩২৩/৫০০ ধারায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার থানার ওসি হাফিজুর রহমান যুগান্তরকে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকী আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে, সকালে ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠতলার সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, কোনো ধরনের মবকেই প্রশ্রয় দেওয়া হবে না। মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত রোববার রাতে উত্তরা ৫ নম্বর সেক্টরের ১/এ নং রোডের একটি বাড়ি থেকে সাবেক সিইসি নূরুল হুদাকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করে পুলিশ। এ সময় স্থানীয়রা রাতের ভোটের কারিগর উল্লেখ করে নূরুল হুদার গলায় জুতা পরিয়ে দেয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম