Logo
Logo
×

রাজধানী

যুগান্তরের ফটো সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

Icon

যাত্রাবাড়ি (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:৫৩ পিএম

যুগান্তরের ফটো সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীতে যুগান্তর পত্রিকার স্টাফ ফটোগ্রাফার খালিদ হাসানের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে কদমতলী থানার স্মৃতিধারা ক্যাপ্টেন আমিনুল হকের ১৫৮/১ বাড়ির নিচতলায় চুরির এ ঘটনা ঘটে।

খালিদ হাসান জানায়, সকালে ঘুম থেকে উঠে দেখি বাসার দরজা ভাঙ্গা ও খোলা। বাসার শোকেস ভাঙ্গা, সব কিছু এলোমেলো। ব্যাগে থাকা যুগান্তর পত্রিকার অফিসিয়াল কাজে ব্যবহৃত ডিএসএলআর নাইকুন ক্যামেরা, যার মূল্য দেড় লক্ষ টাকা। একটি রেডমি নোট ইলেভেনটি ৫জি মোবাইল সেট—যার আইএমইআই নম্বর ৮৬১০৮৩০৫০৪০৭৬৪৬, মূল্য ২৫ হাজার টাকা। মানিব্যাগমসহ ১২ হাজার টাকা, মূল এনআইডি কার্ড, ডাচবাংলা ব্যাংকের ডেবিড কার্ডসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় খালিদ হাসান বাদী হয়ে কদমতলী থানায় লিখিত অভিযোগ করেছেন।

কদমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম