যমুনা ফিউচার পার্ক: ছুটির দিন ডিসকাউন্ট মেলায় ক্রেতার ভিড়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১১:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে চলছে বিশেষ ছাড় ও অফারের ডিসকাউন্ট মেলা। যেখানে নামি-দামি ২৪ ব্র্যান্ড তাদের পণ্য ২০ থেকে ৭০ শতাংশ ছাড়ে বিক্রি করছে। ছুটির দিন শুক্রবার মেলায় উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। যেখানে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। পাশাপাশি বিক্রি ভালো হওয়ায় বিক্রেতারাও স্বস্তি প্রকাশ করেন।
এদিকে এ মেলা আগামীকালই (শনিবার) শেষ হচ্ছে। তবে এমন আয়োজন আরও চান ক্রেতারা।
যমুনা ফিউচার পার্কের আয়োজনে তারহাজ ফ্যাসন, স্ল্যাস কফি রোস্টিং কোং, হানজাল এবং বুটিক্স ল্যাবের পৃষ্ঠপোষকতায় চলা এ মেলায় ক্রেতারা বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত আসতে পারবেন। মেলায় রয়েছে বিশেষ ছাড়, অফারে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, জুতা, ফ্যাশন পণ্য, কসমেটিকস, হাউজহোল্ড আইটেম, কিডস আইটেম ও আনুষঙ্গিক সামগ্রী।
এদিকে মেলায় লাইভ মিউজিক পারফর্মেন্স যোগ করেছে নতুন মাত্রা। ক্রেতারা কেনাকাটার পাশাপাশি গানের ছন্দে নিজেদের আনন্দিত করতে পেরেছেন।
মেলায় বিকাল ৪টায় লায়নরা ব্র্যান্ডের স্টলে কথা হয় রামপুরা থেকে আসা আসিফা আক্তারের সঙ্গে। তিনি যুগান্তরকে বলেন, এখানে এসে দেখি একটি পোশাক কিনলে আরেকটি ফ্রি দেওয়া হচ্ছে! পাশাপাশি ওয়ান পিস ও টু পিসে ৩০ শতাংশ ছাড় চলছে। বিশেষ করে আমি একটি কিনলে একটি ফ্রি অফারের পোশাক কিনে ফেলেছি। এখন দেখছি ৩০ শতাংশ ছাড়ে কিছু কেনা যায় কিনা।
তিনি জানান, শপিংমলে পোশাক কেনার উদ্দেশ্যে এসেছিলাম। শপিং মলে প্রবেশের সঙ্গে সঙ্গে ঘোষণা শুনে মেলাস্থলে এসেছি। প্রত্যেকটি দোকান ঘুরে দেখেছি। সবাই তাদের পণ্য বিশেষ ছাড়ে বিক্রি করছেন। জানতে পারলাম শনিবার মেলা শেষ হচ্ছে। তাই এ মেলা আবারও হলে অনেক ভালো হবে।
বিকাল ৫টার দিকে মেন্স ওয়ার্ল্ডের স্টলে কথা হয় আনোয়ারের সঙ্গে। তিনি জানান, চার বন্ধু মিলে শপিংমলে ঘুরতে এসেছেন। মেলা হচ্ছে দেখে মেলাস্থলে এসেছেন। আর এ স্টল থেকে শার্ট, টি শার্ট ও পাঞ্জাবির ওপর ২০ শতাংশ ছাড় দেখে সব বন্ধু মিলে পুরোদমে কেনাকাটা করেছেন। তিনি বলেন, মেলা উপলক্ষ্যে ডিসকাউন্ট থাকায় কিনে নিয়েছি। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এ ডিসকাউন্ট মেলা অনেক উপকারে এসেছে।
একই স্টলের দায়িত্বে থাকা রিফাত যুগান্তরকে বলেন, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ এ মেলার আয়োজন করায় উপকার হয়েছে। মেলা উপলক্ষ্যে আমরা বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করছি। এতে করে ক্রেতা বেড়েছে। বিক্রিও ভালো হচ্ছে। আশা করি, মেলার শেষ দিন বিক্রি আরও বাড়বে।
