Logo
Logo
×

রাজধানী

না.গঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১০:২৩ পিএম

না.গঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী এলাকার একটি টিনশেড ঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নাজমা বেগম (৪০) ও তার মেয়ে আফরোজা (১৬) দগ্ধ হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, সোমবার রাতের দিকে নাজমা বেগম ও তার মেয়ে আফরোজা উভয়েই ২২ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। আমরা তাদের দুজনকেই ফিমেল হাই ডিফেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করি। তাদের দুজনেরই শ্বাসনালী পুড়ে গেছে, ফলে দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা নাজমা বেগমের ভাতিজা রুবেল জানান, তার ফুফু নাজমা বেগম ও ফুফাতো বোন আফরোজা মানুষের বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সোমবার রাতের দিকে তাদের ভাড়া টিনশেড ঘরের নিচ দিয়ে বয়ে যাওয়া গ্যাস লাইনের পাইপ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তারা গুরুতর দগ্ধ হন। 

পরে তাদের দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের ভর্তি করেন। 

রুবেল বলেন, দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন- আমার ফুফু ও ফুফাতো বোনের অবস্থা আশঙ্কাজনক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম