Logo
Logo
×

শেষ পাতা

তেজগাঁওয়ে ৫ লাখ সৌদি রিয়াল ছিনতাই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তেজগাঁওয়ে ৫ লাখ সৌদি রিয়াল ছিনতাই

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও এলাকায় এক ব্যবসায়ীর ৫ লাখ সৌদি রিয়াল (এক কোটি ৬৩ লাখ টাকা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর এক কর্মচারীর পরিকল্পিত ছকে এ দুর্ধর্ষ ছিনতাই বাস্তবায়ন করেছে তারই সহযোগীরা। এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতারসহ ছিনতাই হওয়া অর্ধেক রিয়াল উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে এক বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী ও এজেন্সি মালিকের ৫ লাখ সৌদি রিয়াল ছিনতাইয় হয়। পরে পুলিশ ও গোয়েন্দারা রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৬ জনকে আটক করে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া প্রায় অর্ধেক রিয়াল উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে ঘটনাটি বিস্তারিত জানানো হবে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বুধবার বলেন, ঠাণ্ডু মিয়া নামে এক বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীর ৫ লাখ রিয়াল নিয়ে তার কর্মচারী তুহিন উত্তরায় কয়েকজনকে পেমেন্ট করতে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা তার গতিরোধ করে সেসব রিয়াল ছিনিয়ে নিয়ে যায়। কর্মচারী তুহিনের ভাষ্যমতে, বায়তুল মোকাররম এলাকা থেকে রওনা দেওয়ার পর সাতরাস্তা মোড়ে আসা মাত্রই সন্ত্রাসীরা গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে রিয়াল ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তুহিনকে পায় এবং তাকে হেফাজতে নিয়ে যায়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তুহিন পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনা বাস্তবায়নের কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, তার লোকজন পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তুহিনের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়। সেখানে তার কাছে কিছু লোক টাকা পাবে। পাওনা টাকা ফেরত দিতেই তুহিন ছিনতাইয়ের এ পরিকল্পনা সাজান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) থানা-পুলিশের একটি দল ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে ২ লাখ ৬৯ হাজার রিয়াল উদ্ধার করা হয়েছে। চক্রের অন্যদের গ্রেফতারসহ বাকি টাকা উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন বলেন, এই ঘটনায় আরও ২-৩ জন পলাতক রয়েছে। তাদের আটক ও গাড়ি জব্দের জন্য অভিযান চলছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী একটি মামলা করেছেন। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম