রাজধানীতে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১১:০৫ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর প্রাণকেন্দ্র শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি স্থান থেকে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মানিক মিয়া নামের এক ব্যক্তি এ ঘটনায় শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বুধবার (২ জুলাই) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক মনোজ প্রভাকর রায়।
এসআই মনোজ বলেন, ভুক্তভোগী মানিক মিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে আশেপাশে কোনো সিসিটিভি না থাকায় ম্যানুয়ালি অনুসন্ধান শুরু করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মতিঝিল এলাকা থেকে তাকে ফলো করা হচ্ছিল।
তিনি আরও জানান, ভুক্তভোগী ডলার ভাঙিয়ে নগদ টাকা নিয়ে শহীদ মিনারের দিক দিয়ে যাচ্ছিলেন। সেই সময় ৩-৪ জন দুর্বৃত্ত রিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে তাকে থামায় এবং সঙ্গে থাকা আড়াই লাখ টাকা নিয়ে যায়। তারা তাকে দ্রুত এলাকা ত্যাগ করতে বলে এবং প্রাণনাশের হুমকিও দেয়।
ভুক্তভোগী মানিক মিয়ার শ্যালক শাহ আলম বলেন, আমার দুলাভাই পেশায় একজন ঠিকাদার, পাশাপাশি ডলার কেনাবেচার কাজ করেন। বুধবার দুপুরে মতিঝিল থেকে ডলার ভাঙিয়ে ফেরার পথে শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি পৌঁছালে দুর্বৃত্তরা রিকশা থামিয়ে অস্ত্রের মুখে তার কাছে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সিসিটিভি না থাকায় তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে, তবে ছিনতাইকারীদের শনাক্তে কাজ চলছে।
