সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন চায় হিন্দু মহাজোট
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৪:০৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের দাবি জানিয়েছে হিন্দু সম্প্রদায়। যদি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা না করা হয় তাহলে আগামী কোনো নির্বাচনে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না, ভোটে অংশগ্রহণ করবে না, সব ধরনের ভোট বর্জন করবে বলেও জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের নেতারা।
শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা এসব কথা বলেন।
আসন্ন নির্বাচন উপলক্ষে হিন্দু নির্যাতন বন্ধে জাতীয় সংসদসহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা, বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং লালমনিরহাটে তথাকথিত ধর্ম অবমাননার অযুহাতে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীল এর ওপর হামলা, রক্তাক্ত যখম ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।
এ সময় রাখেন—হিন্দু মহাজোটের সভাপতি অ্যাড. দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি অ্যাড. প্রদীপ কুমার পাল, সহ সভাপতি দুলাল মন্ডল, প্রদীপ কুমার দাস, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব ডা. হেমন্ত দাস, বিশ্বনাথ মোহন্ত, সঞ্জয় ফলিয়া, নকুল মন্ডল, অ্যাড. শুভ মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. প্রতীভা বাকচী, সাংগঠণিক সম্পাদক কিশোর কুমার বর্মন, ঢাকা বিভাগীয় সাংগঠণিক সম্পাদক পরেশ চৌধুরী, ঢাকা মহানগরের সভাপতি শ্যামল ঘোষ, হিন্দু যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু, সাধারণ সম্পাদক ইঞ্জি মৃনাল মধু, সঞ্জয় গাইন, সঞ্জয় দেবনাথ, নিরুন্দ্র চক্রবর্তী, তপন দাস, যাদব মিত্র, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপু, সহ সভাপতি অপূর্ব মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার, সজিব চন্দ্র দাস, শুভজিৎ চক্রবর্তী, সুমন পাল, রুদ্র সাহা, বাণীব্রত সাহা, সবুজ দত্ত, বিষ্ণু বর্মন, শঙ্কর দাস, নূপুর বসাক প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন স্থানে প্রতিমা ধ্বংস, মন্দির ধ্বংস পুজার আসবাবপত্র চুরি। লালমনিরহাটে তথাকথিত ধর্ম অবমাননার অযুহাতে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীল এর ওপর হামলা রক্তাক্ত জখম ও মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ধর্ষণ, খুন মহামারি আকার ধারণ করেছে।
বক্তারা বলেন, প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ভাঙচুর, জমি দখল, হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, নারী নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেফতার, দেশ ত্যাগে বাধ্যকরণের হুমকির মত একের পর এক ঘটনা ঘটেই চলেছে।
তারা আরও বলেন, জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকায় হিন্দু সম্প্রদায় নির্যাতিত হতে হতে আজ সংকটের মুখোমুখি। আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন পুনঃ প্রবর্তনের দাবি করেন। যদি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা না করা হয় তাহলে আগামী কোনো নির্বাচনে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না, ভোটে অংশগ্রহণ করবে না, সব ধরনের ভোট বর্জন করবে।
