ধামাকা শপিংডটকমের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে ভাটারা থানার সামনে বিক্ষোভ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০২:৪৬ এএম

ফলো করুন |
|
---|---|
৪০০ কোটি টাকা লোপাট করার অভিযোগে ই-শপিং প্ল্যাটফর্ম ধামাকা শপিংডটকম এর চেয়ারম্যান ডা. মুজতবা আলীকে গ্রেফতারের দাবিতে ভাটারা থানার সামনে বিক্ষোভ করেছে শতাধিক ব্যবসায়ী। শনিবার সন্ধ্যার পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ বিক্ষোভ করেন। রাত ১টা পর্যন্ত ডা. মুজতবা থানার ভেতরে ছিলেন এবং উপস্থিত জনতা থানার সামনে বিক্ষোভ করছিলেন বলে জানা গেছে।
বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, ডা. মুজতবা ব্যবসায়ীদের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। তাকে গ্রেফতার করার দাবি জানানো হলেও পুলিশ টালবাহানা করছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান রাত একটার দিকে যুগান্তরকে জানান, ডা. মুজতবাকে গ্রেফতার করা হয়নি। তার নিরাপত্তার জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। থানার বাইরে এখনও লোকজন আছেন। তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।