Logo
Logo
×

রাজধানী

চালককে মারধর করে অটোরিকশা নিয়ে পালাল ছিনতাইকারীরা

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৩:৩৫ পিএম

চালককে মারধর করে অটোরিকশা নিয়ে পালাল ছিনতাইকারীরা

ফাইল ছবি

রাজধানীর রমনা থানার অন্তর্গত সিদ্ধেশ্বরী রোডে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক। মারধরের পর ছিনতাইকারীরা তারঅটোরিকশা নিয়ে পালিয়ে যায়। আহত চালক মো. আল আমিন (৩০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত আল আমিন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মৃত মো. সওদাগরের ছেলে। তিনি বর্তমানে ঢাকার হাতিরঝিল সংলগ্ন মিরবাগ এলাকায় বসবাস করেন।

আল আমিনকে হাসপাতালে নিয়ে আসা গ্যারেজ মালিক মিজানুর রহমান জানান, শনিবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে গ্যারেজে ফেরার পথে সিদ্ধেশ্বরী রোডে চার থেকে পাঁচজন ছিনতাইকারী আল আমিনের পথ রোধ করে। তারা তাকে মারধর করে রাস্তায় ফেলে দেয় এবং তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে আল আমিনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রোববার সকালে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুরুতর আহত অবস্থায় ওই অটোরিকশাচালককে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম