Logo
Logo
×

রাজধানী

শেওড়াপাড়ায় অবৈধ অস্ত্রসহ ১ জন গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০১:৫৭ এএম

শেওড়াপাড়ায় অবৈধ অস্ত্রসহ ১ জন গ্রেফতার

সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে মিরপুরের শেওড়াপাড়া এলাকায থেকে অবৈধ অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক থেকে এক পোস্টে এ তথ‍্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, রোববার আনুমানিক দুপুর সাড়ে ৩ টায় মিরপুর পশ্চিম শেওড়াপাড়া আনন্দবাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ অস্ত্রধারী মো. আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়। অভিযানে একটি রিভলবারসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

পোস্ট আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম